খেলা বিভাগে ফিরে যান

জোড়া হ্যাট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, সৌদি লিগের শীর্ষে আল নাসের

February 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আল নাসেরের জার্সিতে জোড়া হ্যাট্রিক করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে গতকাল অর্থাৎ শনিবার ধামকের বিরুদ্ধে জয় পেয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে উঠে এল আল নাসের (Al Nassr)। দুই হ্যাট্রিকের পাশাপাশি সৌদি লিগে ৮টি গোল করে ফেললেন রোনাল্ডো। শনিবার ম্যাচ শুরুর ১৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোলটি রোনাল্ডো করেন। ২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি। ৪৪ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করে, হ্যাটট্রিক করেন রোনাল্ডো। হ্যাটট্রিকে ভর করে ৩-০ গোলে প্রথমার্থেই এগিয়ে যায় আল নাসের।

আল নাসেরের হয়ে ৯ ফেব্রুয়ারি প্রথম হ্যাটট্রিকটি করেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন সিআর সেভেন। এর আগে ৬১টি হ্যাটট্রিক ছিল রোনাল্ডোর। আল নাসেরের হয়ে জোড়া হ্যাটট্রিকের পর রোনাল্ডোর হ্যাটট্রিক সংখ্যা হল ৬৩। ক্লাব ফুটবল জীবনে এখনও অবধি পাঁচটি ক্লাবে খেলেছেন রোনাল্ডো। স্পোর্টিং লিসবনে ‘ক্লাব ফুটবল’ জীবন শুরু করেছিলেন রোনাল্ডো। লিসবনের হয়ে তিনটি গোল করেছিলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দুই পর্ব মিলিয়ে ১০৩টি গোল করেছিলেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডো করেছিলেন ৩১১টি গোল। জুভেন্টাসের ৮১টি গোল রয়েছে রোনাল্ডোর নামের পাশে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cristiano Ronaldo, #al nassr, #Saudi Pro League

আরো দেখুন