গিল নাকি রাহুল, ইন্দোরে তৃতীয় টেস্টে অজিদের বিরুদ্ধে কাকে নামাবে Team India?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অজিদের বিরুদ্ধে পর পর দু’টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। চার ম্যাচের বর্ডার-গাভাসকর সিরিজে, ইতিমধ্যেই ট্রফির দৌড়ে অনেকটাই এগিয়ে রোহিতরা। বাকি দুই ম্যাচ জিততে মরিয়া রোহিত ব্রিগেড। দুরন্ত ছন্দে ভারত। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু রোহিতদের চিন্তা বলতে ওপেনিং জুটির ব্যর্থতা। কোচ রাহুল দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ লোকেশ রাহুলকে নিয়ে। আগামীকাল শুরু হতে চলা তৃতীয় টেস্টে লোকেশের জায়গায় শুভমান গিলকে খেলানোর দাবি উঠতে আরম্ভ করেছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সকলে।
ক’দিনের বিশ্রামের পর পুরোদমে অনুশীলনে নেমে পড়েছে গোটা ভারতীয় দল। কিন্তু চলতি সিরিজে অস্ট্রেলিয়াকে কামব্যাকের সুযোগ দিতে চাইছে না রোহিতরা। কেমন হবে ইন্দোরের পিচ, উত্তেজনা দুই শিবিরেই। চলতি ভারত সফরে অজিদের ব্যাটিং একেবারেই ফেল করেছে। অজি ব্যাটসম্যানরা ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি। জাদেজা-অশ্বিন জুটির ঘূর্ণির ভয়ে কাঁটা স্মিথরা। যদিও যাবতীয় গুঞ্জনের কেন্দ্রে লোকেশ রাহুলের ফর্ম। অনুশীলনেও গিল ও রাহুলকে দেখা গেল। রাহুল ফর্মে ফিরতে মরিয়া। অন্যদিকে, গিল মরিয়া প্রথম একাদশের রাস্তা খুঁজে পেতে। দু’জনেই দীর্ঘক্ষণ নেটে নকিং করেন। ডিফেন্স ঠিক করলেন লোকেশ। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করলেন গিল। গত সাত ইনিংসে লোকেশ রাহুল রান পাননি। গিল সব ফরম্যাটেই নিজের জাত চিনিয়েছেন। ফলে তৃতীয় টেস্টে গিলের খেলার সম্ভাবনা থাকছে। যদিও দলের তরফে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি এখনও।