← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
কীভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস পালন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু কবে থেকে, কীভাবে শুরু হয়েছিল নারী দিবসের পথ চলা? ১৯৭৫ সালের ৮ মার্চ জাতিসংঘ মহিলা দিবস উদযাপন শুরু করে। এর বহু আগে, ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি মার্কিন মুলুকে প্রথমবারের জন্য মহিলা দিবস পালিত হয়েছিল। পোশাক তৈরির কাজে নিযুক্ত শ্রমিকদের সম্মান জানাতে মার্কিন সোশ্যালিস্ট পার্টি ১৯০৮ সালে ধর্মঘট ডেকেছিল। বেছে নেওয়া হয়েছিল ৮ মার্চ দিনটিকে।
ইউরোপের মহিলারা আবার ৮ মার্চ তারিখেই শান্তিরক্ষা কমিটির কর্মীদের সমর্থনে এক সমাবেশের আয়োজন করেছিলেন। ১৯১৭ সালে সোভিয়েত ইউনিয়ন ৮ মার্চ জাতীয় ছুটি ঘোষণা করে। বিভিন্ন ক্ষেত্রে নারীর সাম্যের অধিকার অর্জনের প্রেক্ষিতে নারী দিবস বিশ্বজুড়ে পালিত হয়ে চলেছে।