কৃষিতে বরাদ্দকৃত অর্থ খরচ করছে না মোদী সরকার, জানাচ্ছে সংসদীয় কমিটি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজেটে বরাদ্দ থাকলেও বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারছে না মোদী সরকার, এমনটাই জানাচ্ছে সংশ্লিষ্ট বিষয়ক সংসদীয় কমিটি। বিগত তিন বছরে সব মিলিয়ে ৪৪ হাজার ১৬ কোটি টাকা খরচ করতেই পারেনি মোদী সরকারের কৃষিমন্ত্রক। গতকাল কৃষি বিষয়ক সংসদীয় কমিটি রাজ্যসভায় রিপোর্ট পেশ করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংসদীয় কমিটির দাবি, বাজেটে বরাদ্দকৃত অর্থ খরচ করতেই পারছে না কৃষিমন্ত্রক। বাজেটে বরাদ্দ করা অর্থের যাতে সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়, সেই বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত সংসদীয় কমিটি গতকাল লোকসভায় রিপোর্ট পেশ করে জানিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষ থেকে অদ্যাবধি তিনটি অর্থ বছরে যথাক্রমে ২৩,৮২৪ কোটি ৫৪ লক্ষ, ৪২৯ কোটি ২২ লক্ষ এবং ১৯,৭৬২ কোটি ৫ লক্ষ টাকা কেন্দ্রের কোষাগারে ফিরিয়ে দিয়েছে কৃষিমন্ত্রক। জানা গিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলি, তফসিলি জাতি সাব-প্ল্যান এবং আদিবাসী অধ্যুষিত এলাকার সাব-প্ল্যানের অর্থ খরচ হয়নি। অন্যদিকে, চলতি অর্থবর্ষে কৃষি মন্ত্রক ২২,২৪৫ কোটি ৫১ লক্ষ টাকার অতিরিক্ত বাজেটের দাবি পেশ করেছে। কিন্তু দেখা যাচ্ছে, ১৯,৭৬২ কোটি খরচ করেইনি কৃষি মন্ত্রক।