দেশ বিভাগে ফিরে যান

বাংলার ‘চাকা’য় ভর করে যোগীর উত্তরপ্রদেশে ছুটছে ‘লেডিস স্পেশাল’ বাস!

March 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের ‘কর্মযজ্ঞ’ প্রকাশের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি! সেই ছবি বিভিন্ন সর্বভারতীয় সংবাদপত্রে পাতা জোড়া বিজ্ঞাপনে প্রকাশিত হয়েছিল। যা নিয়ে সেই সময় কম বিতর্ক হয়নি। অনেকেই তখন বিজেপিকে কটাক্ষ করে বলেছিল, বাংলার উন্নয়নের ছবিতেই ভরসা করছে বিজেপি’র সরকার।

ফের এরকমই একটি বিষয় এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অতিসম্প্রতি বিজেপি’র আইটি সেলের তরফে একটি ছবি পোস্ট করে প্রচার চালানো হচ্ছে, যোগী সরকারের সাফল্য বলে। সেই ছবিতে রাজ্য পরিবহণ দপ্তরের একটি ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার মহিলাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে।

যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘উত্তরপ্রদেশে বিজেপির আইটি সেল এই বাসকে উত্তরপ্রদেশের লেডিস স্পেশাল বাস বলে প্রচার করছে! প্রথমে মা ফ্লাইওভার চুরি করল, এখন দিদির নামানো সরকারি বাস..!!’

TwitterFacebookWhatsAppEmailShare

#yogi adityanath, #Ladies special bus, #False claim, #West Bengal, #fake News, #Uttar Pradesh

আরো দেখুন