খেলা বিভাগে ফিরে যান

চীনকে হারিয়ে ব্যাডমিন্টনে সুইস ওপেন জয় চিরাগ-সাত্ত্বিক জুটির

March 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ শনিবার বক্সিংয়ে সোনা এনেছেন মেয়েরা, আজ; রবিবার সুইস ওপেন জিতল ভারতের ছেলেরা। সুইস ওপেনের ফাইনালে চীনের প্রতিপক্ষদের হারিয়ে জয় ছিনিয়ে নিল চিরাগ শেট্টি ও সাত্ত্বিক রানকিরেড্ডি জুটি। উল্লেখ্য, কমনওয়েলথ গেমসেও সোনা জয় করেছিল চিরাগ-সাত্ত্বিক জুটি।

আজ চীনের রেন জিয়াং ইউ ও তান কিয়াং জুটি বিরুদ্ধে খেলতে নেমেছিলেন চিরাগ-সাত্ত্বিক। প্রথম সেট ২১-১৯ ব্যবধানে জয় পায় ভারত। দ্বিতীয় সেটে ১৭-২১ পয়েন্টে চিরাগদের হারিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে চীনের দুই খেলোয়াড়। তৃতীয় অর্থাৎ নির্ণায়ক সেট ২১-১৭ পয়েন্ট ব্যবধানে জিতে নেয় চিরাগ-সাত্ত্বিক জুটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#china, #badminton, #Satwiksairaj Rankireddy, #Chirag Shetty, #Swiss open, #India

আরো দেখুন