পরিচয় পাল্টালেন রাহুল গান্ধী! টুইটার বায়োতে কী লিখলেন সদ্য প্রাক্তন সাংসদ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে কারাদণ্ডের সাজা হয়েছে রাহুল গান্ধীর, পাশাপাশি তাঁর সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল সাংবাদিক সম্মেলনে রাহুল এ নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে নিজের অবস্থান বুঝিয়েছেন। রাহুলের বরখাস্ত হাওয়াকে কেন্দ্র তৃণমূলসহ সব বিরোধী দলই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। এরই মধ্যে টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলে ফেললেন রাহুল গান্ধী।
আজ অর্থাৎ রবিবার সকাল থেকে রাহুলের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে। রাহুলের ছবির নীচে লেখা রয়েছে, রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের সদস্য। তার নীচে রয়েছে নতুন শব্দ। লেখা রয়েছে, ‘ডিস’কোয়ালিফায়েড এমপি’। ডিসকোয়ালিফায়েড-এর বদলে ডিস’কোয়ালিফায়েড লিখেছেন কংগ্রেস নেতা। ইংরাজি ভাষায় ডিস’কোয়ালিফায়েড বানানের কোনও অর্থ নেই, এমনকি অস্তিত্বও নেই। তবে কি এমন বানান লিখে তিনি কোনও উত্তর দিতে চাইলেন? নাকি শ্লেষ করলেন তাঁর বিরোধীদের?
অন্যদিকে, রাহুলের অপসারণের প্রতিবাদে আজ দিনভর দেশজুড়ে নানান জায়গায় সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। দিল্লির রাজঘাটে প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেরা বিক্ষোভ দেখাচ্ছেন। বিকেল ৫টা অবধি এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলার কথা। যদিও কংগ্রেসের সত্যাগ্রহে দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। রাজঘাটে ১৪৪ ধারা করা হয়েছে।