রাজ্য বিভাগে ফিরে যান

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া

March 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যজুড়ে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে মঙ্গলবারও কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলি যেমন -দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কিছুটা রাজ্যের পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে মূলত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার, ৩১ তারিখ থেকে ফের ঝড়বৃষ্টি বাড়াতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #Weather Update

আরো দেখুন