দেশ বিভাগে ফিরে যান

ভিক্ষে করে হলেও স্ত্রীকে খোরপোশ দিতেই হবে স্বামীর, মত আদালতের

March 30, 2023 | < 1 min read

ছবি: নিজস্ব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্ত্রীর দেখভাল করা স্বামীর নৈতিক এবং আইনি কর্তব্য। পেশাদার ভিখারি হলেও এই কাজ করতে হবে তাঁকে। একটি মামলার পরিপ্রিক্ষিতে এই রায় শুনিয়েছে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট।

পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন এক তরুণী। একই সঙ্গে তিনি হিন্দু বিবাহ আইনে খোরপোশের দাবি জানান। মাসে ১৫ হাজার টাকা খোরপোশের দাবি জানিয়েছিলেন ওই তরুণী। এর সঙ্গে মামলার খরচ হিসেবে অতিরিক্ত ১১ টাকাও দাবি করেন। বিচারক যুবকের আর্থিক সক্ষমতা বিবেচনা করে মাসে ৫ হাজার টাকা খোরপোশ নির্ধারণ করেন। সঙ্গে মামলার খরচের জন্য ৫,৫০০ দিতে হবে স্বামীকে।

এই রায়ের বিরোধিতা করে পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে আবেদন করেছিলেন যুবক। যদিও যুবকের দাবি খারিজ করে দিলেন বিচারপতি এইচ এস মাদান। তিনি বলেন, “স্বামী সুস্থসবল মানুষ। একজন দিনমজুরও ৫০০ টাকা পারিশ্রমিক পান। অতএব, দ্রব্যমূল্যের বাজারে খোরপোশের জন্য নির্ধারিত অর্থ একদমই বেশি নয়।” আদালতে পর্যপেক্ষণ ওই যুবতী উপার্জনক্ষম নন, তিনি প্রচুর সম্পত্তির মালিকও নন, ফলে খোরপোশ তাঁর স্বামীকে দিতেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#wife, #Husband, #Alimony, #Punjab and Haryana High court

আরো দেখুন