দেশ বিভাগে ফিরে যান

এবার থেকে তথ্য আপডেট না করলেই নিষ্ক্রিয় হবে আধার?

April 6, 2023 | < 1 min read

এবার আধার কার্ড আপডেট নিয়ে এল বড়সড় ঘোষণা। ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিংক আর আপডেট, এই দুইয়ের দাপটে ওষ্ঠাগত আম জনতার জীবন। এবার আধার কার্ড আপডেট নিয়ে এল বড়সড় ঘোষণা। ১০ বছরের পুরনো আধার কার্ড থাকলেই তা আপডেট করতে হবে। আম জনতাকে এ বিষয়ে সচেতন করতে প্রচার চালানোর জন্য রাজ্যের একাধিক জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে আধার কর্তৃপক্ষ। প্রাথমিক পর্বে নয় জেলাকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এক মাস ধরে জেলাগুলিতে প্রচার চালিয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের কারও কারও ধারণা, ১০ বছরের পুরনো আধার আপডেট না করলেই কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

পরিসংখ্যান বলছে, এ রাজ্যে প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। সকলেই আপডেট সংক্রান্ত নিয়মের আওতায় পড়বেন। যদিও এ রাজ্যে আধার আপডেটের হার অনেকটাই কম। সচেতনতা বাড়তে দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, মালদহ, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া এবং কোচবিহার, মোট ৯ জেলাকে ব্যাপকভাবে প্রচার চালাতে বলেছে আধার কর্তৃপক্ষ। যদিও আপডেট না করলে কী হতে পারে, সে বিষয়ে আধার কর্তৃপক্ষ কোনও স্পষ্ট নির্দেশ দেয়নি। যদিও তারা বলছেন, কোনও নাগরিকের আধার আপডেটের প্রয়োজনীয়তা না থাকলেও, আপডেট করতে হবে। পুরনো তথ্যই আপলোড করতে হবে। বিশেষজ্ঞ মহলের ধারণা ক্রমেই আধার নির্ভর পরিষেবা আরও বাড়বে। তথ্য প্রতারণা রুখতেই আপডেটের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aadhar Card, #govt of India, #uidai, #modi govt, #aadhar, #India

আরো দেখুন