দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত পঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

April 26, 2023 | < 1 min read

প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এক সপ্তাহ আগে মোহালির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার রাত ৮টায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

পাঁচবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন বাদল। রাজ্যের নবীনতম মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। বাদলের পরিচিতি ছিল, আমজনতার ক্ষোভের চরিত্র বোঝার দক্ষতার জন্য। তারই শেষ নজির দেখা গিয়েছিল ২০২০ সালে। যখন নরেন্দ্র মোদী সরকারের বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় বিজেপির সঙ্গ ছেড়েছিল অকালি দল। বাদলের পুত্রবধূ হরসিমরত কউর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। সে সময় প্রকাশ্যে বাদল জানিয়েছিলেন, কৃষককুলকে চটিয়ে পঞ্জাবে রাজনীতি করা মুশকিল।

পঞ্জাবের রাজনীতিতে বাদল পরিবারের অবদান অনস্বীকার্য। সেই বাদল পরিবারের অন্যতম প্রধান সদস্য ছিলেন প্রকাশ সিং বাদল। ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভাতিন্ডার লাম্বী আসন থেকে ভোটে লড়েছিলেন তিনি। ভোটের ময়দানে এই নিয়ে ১৩ বার লড়াই করেছেন ‘সিনিয়র’ বাদল

TwitterFacebookWhatsAppEmailShare

#punjab, #Parkash Singh Badal, #Siromani Akali Dal

আরো দেখুন