বিনোদন বিভাগে ফিরে যান

আজ শিল্পীর জন্মবার্ষিকীতে গানে গানে হয়ে উঠুক মান্না-ময়

May 1, 2023 | 2 min read

মান্না দে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় জঙ্গীতজগতে গায়ক মান্না দে-র অবদান অবিস্মরণীয়। প্রায় সাত দশকের সঙ্গীত জীবনে মান্না দে বাংলা ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন। বাংলা সিনেমার তো বটেই, এক সময় গোটা দেশ মন্ত্রমুগ্ধথাকত তাঁর কণ্ঠে। আজও তার রেশ বিন্দুমাত্র কমেনি। ২০১৩ সালে প্রয়াত হয়েছেন প্রবোধ চন্দ্র দে। গানের দুনিয়া যাঁকে চেনে মান্না দে হিসাবে। আজ ১ মে শিল্পীর জন্মবার্ষিকী।

হিন্দি ছবি ‘তামান্না’তে সুরাইয়ার সাথে দ্বৈতকণ্ঠে ‘জাগো এয় ঊষা’ গানটি প্লেব্যাকে তার প্রথম গান। তবে হিন্দি সিনেমায় তার প্রথম একক হিট গান ১৯৪৩ সালে ‘উপর গগন বিশাল’। শচীন দেব বর্মন এবং অন্যন্য সঙ্গীত পরিচালকদের সুরে ১৯৪০, ৫০ ও ৬০-এর দশকে প্রচুর কালজয়ী সিনেমার গান উপহার দিয়েছেন তিনি। ১৯৫৩ সালে ‘কতদূরে আর নিয়ে যাবে বলো’ গানটি তার রেকর্ড করা প্রথম বাংলা গান।

বাংলা আর হিন্দী ছাড়াও অসমীয়া, মারাঠি, মালয়ালম, কন্নড় প্রভৃতি ভাষাতেও প্রচুর গান গেয়েছেন মান্না দে। আর সব ভাষাভাষী মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। পেয়েছেন দেশ বিদেশের অজস্র পুরস্কার।

হিন্দি সিনেমায় মান্না দে’র কণ্ঠে শ্রী ৪২০ ছবির ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’, ওয়াক্ত ছায়াছবির ‘এয় মেরি জোহরা জবি’, পড়োসান ছবির ‘এক চতুরনার’-এর মতো কালজয়ী গান এখনও মানুষের মুখে মুখে ফেরে।

একই সঙ্গে মান্না দে’র গাওয়া বাংলা গানের তালিকাও সুদীর্ঘ। জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকটি বাংলা গানের মধ্যে রয়েছে ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘এই কুলে আমি, ‘সেই তো আবার কাছে এলে, ‘ললিতা, ওকে আজ চলে যেতে বল না’, ‘আমার ভালবাসার রাজপ্রাসাদে’, ‘যখন কেউ আমাকে পাগল বলে’, ‘আমি যামিনী তুমি শশী হে’, ‘কাহারবা নয় দাদরা বাজাও’, ‘শাওন রাতে যদি’, ‘আমি শ্রী শ্রী ভজহরি মান্না’, ‘আমার ভালবাসার রাজপ্রাসাদে’, ‘আমি যে জলসাঘরে’।

আজ শিল্পীর জন্মবার্ষিকীতে তাঁকে আরও একবার স্মরণ করতেই হবে। তাই আজ হয়ে উঠুক মান্না-ময়। রইল শিল্পীর গাওয়া অন্যতম হিট কিছু হিন্দি এবং বাংলা গান।

১- ইয়ে রাত ভিগি ভিগি। ছবি: চোরি চোরি। সুরকার: শঙ্কর জয়কিশান।

২- এক চতুর নার বড়ি হোশিয়ার। ছবি: পড়োসান। সুরকার: আর ডি বর্মন।

৩- জিন্দেগি কেইসি হ্যায় পহেলি। ছবি: আনন্দ। সুরকার: সলিল চৌধুরী।

৪- অ্যায় মেরে পেয়ারে বতন। ছবি: কাবুলিওয়ালা। সুরকার: সলিল চৌধুরী।

৫- লাগা চুনরি মে দাগ। ছবি: দিল হি তো হ্যায়। সুরকার: রোশন এবং ওম সোনিক।

৬- পুছো না কেইসে ম্যানে র্যািয়েন বিতায়ি। ছবি: মেরি সুরত তেরি আঁখে। সুরকার: এস ডি বর্মন।

৭- তু পেয়ার কা সাগর হ্যায়। ছবি: সীমা। সুরকার: শঙ্কর জয়কিশান।

৮- অ্যায় মেরি জোহরা জেবিঁ। ছবি: ওয়ক্ত। সুরকার: রবি।

৯- ইয়ে দোসতি হাম নেহি তোড়েঙ্গে। ছবি: শোলে। সুরকার: আর ডি বর্মন।

১০- বড় একা লাগে। ছবি: চৌরঙ্গি। সুরকার: অসীমা ভট্টাচার্য।

১১- আমি যামিনী তুমি শশী হে। ছবি: অ্যান্টনি ফিরিঙ্গি। সুরকার: অনিল বাগচি।

১২- এমন বন্ধু আর কে আছে। ছবি: দীপ জ্বেলে যাই। সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়।

১৩- তা বলে কি প্রেম দেবে না। ছবি: মৌচাক। সুরকার: নচিকেতা ঘোষ।

১৪- শাওন রাতে যদি। ছবি: দেবদাস।

১৫- বাজে গো বিনা। ছবি: মর্জিনা আবদুল্লা। সুরকার: সলিল চৌধুরী।

১৬- আমি যে জলসাঘরে। ছবি: অ্যান্টনি ফিরিঙ্গি। সুরকার: অনিল বাগচি।

১৭- এই এতো আলো এতো আকাশ। ছবি: আলো আমার আলো। সুরকার: পবিত্র চট্টোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#manna de, #Songs

আরো দেখুন