কত সম্পত্তি থাকলে আপনি ধনী হবেন? মানদণ্ড ঠিক করল নাইট ফ্রাঙ্ক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধনী হওয়ার শর্ত কী? বাড়ি-গাড়ি থাকলেই কি ধনী হওয়া যায়? ধনী হওয়ার শর্ত প্রকাশ করেছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট কনসালটেন্সি সংস্থা নাইট ফ্র্যাঙ্ক। তাদের মতে, ন্যূনতম ১ কোটি ৪৪ লক্ষ টাকার সম্পত্তি থাকলেই, ওই পরিমাণ সম্পত্তির মালিক ভারতের ধনীতম মানুষদের মধ্যে বিবেচিত।
সব মিলিয়ে ২৫ টি দেশের সম্পদের রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। পঁচিশের মধ্যে ভারত স্থান পেয়েছে ২২তম। ইকুইটি মার্কেট ও ডিজিটাল বিপ্লবের বদান্যতায় ধনকুবেরদের সম্পত্তি ১১ শতাংশ বেড়েছে। নাইট ফ্র্যাঙ্কের তালিকা অনুযায়ী, শীর্ষে মোনাকো। সে দেশে ন্যূনতম ১ কোটি ২৪ লক্ষ মার্কিন ডলারের সম্পত্তি থাকলেই, ধনী হওয়ার তকমা মেলে। এশিয়ায় শীর্ষে সিঙ্গাপুর, সেখানে ধনীর তকমা পেতে প্রয়োজন ৩৫ লক্ষ ডলারের সম্পত্তি। তারপরেই হংকং, ৩৪ লক্ষ ডলারের সম্পত্তি থাকলেই সেখানে ধনীর তকমা জুটবে।
নাইট ফ্র্যাঙ্কের মতে, করোনা ও নিত্যদিনের খরচ বৃদ্ধি; সামগ্রিক আর্থ-সামাজিক পরিস্থিতিকে বদলে দিয়েছে। যার ফলে বিশ্বজুড়ে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পত্তির তফাৎ অনেক গুণ বেড়ে গিয়েছে।