দেশ বিভাগে ফিরে যান

শিক্ষক-শিক্ষিকাদের পোশাক নিয়ে ফতোয়া জারি ডবল ইঞ্জিন অসমে

May 21, 2023 | < 1 min read

শিক্ষিকাদের জিন্স বা লেগিংস পরার উপর নিষেধজ্ঞা চাপানো হয়েছে। প্রতীকী ছবি। সৌজন্যে: Getty Images

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পড়াতে গেলে শিক্ষক-শিক্ষিকাদের পরে আসতে হবে সরকারের ঠিক করে দেওয়া পোশাক, এমনই ফরমান জারি করল হেমন্ত বিশ্বশর্মার সরকার। স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্কুলে শিক্ষাকদের মার্জিত পোশাক পরে আসতে হবে। মহিলাদের অর্থাৎ শিক্ষিকাদের জিন্স বা লেগিংস পরার উপর নিষেধজ্ঞা চাপানো হয়েছে। শিক্ষকরা টি-শার্ট, জিন্স পরতে পারবেন না।

শনিবার প্রকাশিত নির্দেশিকায় সাফ বলা হয়েছে, পেশাগত নিষ্ঠার সঙ্গে শালীনতাও গুরুত্বপূর্ণ। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কিছু কিছু শিক্ষিকা নিজের পছন্দ মতো পোশাক পরে আসছেন। এটি অভ্যাসে পরিণত হয়েছে। এবার থেকে তা আর মান্যতা দেওয়া হবে না। কারণ হিসেবে বলা হচ্ছে, এমন পোশাক জনসমক্ষে গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে, মহিলাদের রুচিসম্মত, মার্জিত, উজ্জ্বল নয় এমন রঙের পোশাক পরতে হবে। ক্যাজুয়াল ও পার্টি ড্রেস পরে স্কুলে আসা যাবে না। পুরুষ শিক্ষকরা শার্ট-প্যান্ট পরে আসবেন। মহিলারা সালোয়ার কামিজ, শাড়ি, মেখলা চাদর পরে আসতে পারবেন। পোশাকবিধি অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সে’রাজ্যের শিক্ষামন্ত্রী ড.রানোজ পেগু জানিয়েছেন, রাজ্য সরকার স্কুলে বেশকিছু নিয়ম আনছে। রুল বুক চালু করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে এই ড্রেস কোড। যদিও এই ফতোয়াকে কেন্দ্র করে নানান মহলে বিতর্কের ঝড় উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #dress, #assam, #teachers

আরো দেখুন