‘বিধান মার্কেট’ নামে পরিচিত ময়দান মার্কেটের ঠিকানা বদলাচ্ছে
May 31, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপাতত ‘বিধান মার্কেট’ নামে পরিচিত ময়দান মার্কেটের ঠিকানা বদলাচ্ছে। জোকা-তারাতলা মেট্রো রুটের কাজের জন্য এই সিদ্ধান্ত।
মেট্রোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই নতুন জায়গায় ওই মার্কেট গড়ার কাজের জন্য দরপত্র ডাকা হয়েছে। সেখানে দোকানের পাশাপাশি ফুড কোর্ট থেকে শুরু করে গাড়ি রাখার বন্দোবস্ত-সহ নানা সুবিধা রাখা হবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উপরেই রয়েছে ময়দান মার্কেট। নতুন পরিকল্পনায় তা এসপ্ল্যানেড স্টেশনেরই উপরে অন্য প্রান্তে সরানো হবে।
নতুন পরিকল্পনার এই নীল নকশা প্রকাশ করেছেন মেট্রো কর্তৃপক্ষ, ছবি সৌজন্যে- Metro Rail Kolkata