দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে দরবার নয়, নিজ এলাকা দেখার ফরমান বঙ্গের গেরুয়া জনপ্রতিনিধিদের

June 1, 2023 | 2 min read

নিজ এলাকা দেখার ফরমান বঙ্গের গেরুয়া জনপ্রতিনিধিদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লিতে দরবার নয়, নিজের নিজের কেন্দ্রের সংগঠন দেখুক বিধায়ক, সাংসদরা; কার্যত এমন ফরমান জারি করল কেন্দ্রীয় বিজেপি। এ রাজ্যের গেরুয়া নেতাদের প্রায় দিল্লি ছুটতে দেখা যায়। খবর মেলে, ইডি, সিবিআই বা কেন্দ্রের টাকা আটকে দেওয়ার মতো অনুরোধ নিয়ে তারা রাজধানী সফরে যান। এ ঘটনায় বেজায় চটেছেন শাহ-মোদী এবং দিল্লির বিজেপি। তাই সাফ জানানো হতে চলেছে, কোনও দলীয় পদে থাকলেও নিজের লোকসভা কেন্দ্র এবং বিধানসভা আসনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। নিজ নিজ কেন্দ্রে সংগঠনের হাল কেমন, তা নিয়ে নিয়মিতভাবে খোঁজ নিতে হবে। সাংগঠনিক রিপোর্ট তৈরি করতে হবে। বঙ্গ বিজেপির সংসদ ও বিধায়ক, যারা দলের রাজ্য পদাধিকারীর দায়িত্বও সামলাচ্ছেন, তাদের জন্য এই মর্মেই বিশেষ বার্তা দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ার, দলে নিজের পদ অক্ষুণ্ণ রাখতে চাইলে, নিজের নিজের কেন্দ্রে সময় দিতেই হবে। বলাবাহুল্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সব রাজ্য কমিটির জন্য এমন বার্তা দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বাংলায় মূল উদ্দেশ্য দলীয় সংগঠনকে ভেন্টিলেশন থেকে বার করে আনা।

আগামী লোকসভা ভোটের জন্য, বাংলার ২৪টি আসনকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে বিজেপি। অন্যদিকে, শাহ বাংলায় ৩৫টি আসন জয়ের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন। বঙ্গ বিজেপির পদাধিকারীরা, জনপ্রতিনিধিরা যেন কলকাতায় বসে সাংগঠনিক কাজকর্ম না করে, এলাকায় যান, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সাফ বলে দেওয়া হচ্ছে, অধিবেশন বা সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছাড়া অযথা দিল্লিতে বসে থাকার প্রয়োজন নেই দলীয় সাংসদদের। একইভাবে পদাধিকারী বিধায়করাও যেন নিজের আসনের সংগঠনের কাজ করেন, সে বার্তাও দেওয়া হয়েছে। বসে ঠান্ডা বসে কাজ নয়, হৃত জমি উদ্ধারে ময়দানে নামার ফতোয়া দিতে চলেছেন দিল্লির নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #central team, #west bengal BJP, #politics, #bengal politics

আরো দেখুন