ডিম ছাড়া চলে না মোদীর মন্ত্রীর, কালঘাম ছুটল বঙ্গ BJP-র নেতাদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি এবং সঙ্ঘের নেতারা মূলত নিরামিষ খাবার খান। কলকাতায় এলে গেরুয়া নেতাদের প্লেটে রাখা হয় ফল, কাজু, আখরোট বাদাম ইত্যাদি। ডিম বা আমিষ পদ তারা ছুঁতে চান না। কিন্তু এবার ডিম নিয়ে শুরু হয়েছে গোল! ডিম নিরামিষ নাকি আমিষ, তা নিয়ে নানা কথা শুরু হয়েছে।
মোদী সরকারের ন-বছর পূর্তির অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তাঁর খাদ্যতালিকায় ফল, কাজুসহ সুস্বাদু খাবার ছিল। খিদের মুখে ফল, কাজু দেখেই তিনি রেগে যান। বলেন বসেন, ডিম চাই, ডিম আনো। ডিম খুঁজতে রীতিমতো হুলস্থূল বেঁধে যায়। বিজেপির সল্টলেকের নতুন অফিসের ক্যান্টিনে তখন মাত্র দুটি ডিম পড়ে আছে। কিন্তু মন্ত্রী ডিম চেয়েছেন, বিজেপি অফিস থেকে গাড়ি গেল ডিম আনতে। ডিম আসার পর একসঙ্গে চার-চারটি সেদ্ধ ডিম খেলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীর ডিম খাওয়া দেখে অবাক বিজেপি নেতা, কর্মীরা। গুজরাতের ভূমিপুত্র মনসুখ মাণ্ডব্য, মোদী-শাহর প্রিয় লোক বলেই তিনি পরিচিত। এমন লোকের ডিম খাওয়া খুব একটা হজম হয়নি বঙ্গ বিজেপির নেতাদের। জানা গিয়েছে, মন্ত্রীমশাইয়ের ডিম না হলে চলে না। দিনে পাঁচ থেকে ছ’টা ডিম খান তিনি।