আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দল
June 2, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল কুস্তিগীরদের প্রতিবাদে বিবৃতি জারি করে বলেছে “আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের মারধরের অপ্রীতিকর দৃশ্যে আমরা ব্যথিত এবং বিরক্ত। আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে তাঁরা তাদের কষ্টার্জিত পদকগুলি গঙ্গা নদীতে ফেলে দেওয়ার কথা ভাবছে। এই পদকগুলিতে বছরের পর বছর প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প এবং দৃঢ়তা জড়িত এবং এটি কেবল তাদের নিজস্ব নয়, জাতির গৌরব ও আনন্দ। আমরা তাদের এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাই এবং আন্তরিকভাবে আশা করি যে তাদের অভিযোগ শোনা এবং দ্রুত সমাধান করা হবে। দেশের আইন প্রবল হোক।