কলকাতা বিভাগে ফিরে যান

দমদম, স্ট্র্যান্ড রোডের পর জোড়া কামান উদ্ধার বিমানবন্দর থেকে

June 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক কামান উদ্ধার হচ্ছে কলকাতা থেকে। এবার কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার হয়েছে আরও দুটি কামান। গঠনগতভাবে কামানদুটি একেবারেই আলাদা বলে জানা গিয়েছে। দমদম, স্ট্র্যান্ড রোডসহ কলকাতার একাধিক জায়গা থেকে কামান উদ্ধার হচ্ছে। এবার কলকাতা বিমানবন্দরের ১৫ ও ১৬ নম্বর হ্যাঙ্গারের পাশে দুটি কামানের সন্ধান মিলেছে। ওই এলাকায় একদা এয়ার ইন্ডিয়া তাদের বিমান রাখত। বর্তমানে সেই জায়গাটি আর ব্যবহার হয় না।

জোড়া কামান সংরক্ষণ করতে উদ্যোগী রাজ্য। কামান দুটিকে আপাতত খনন করে বের করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের হাতে কামান দুটি তুলে দিতে আপত্তি নেই বিমানবন্দর কর্তৃপক্ষের। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি মিললেই তা রাজ্য সরকারের হাতে চলে আসবে।

গত কয়েকমাসে বাংলার বিভিন্ন জায়গা মিলিয়ে ৯টি কামান উদ্ধার করা হয়েছে। কামানগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কামানের ইতিহাস প্রকাশ্যে আসলে, বাংলার ইতিহাসের নতুন দিক উন্মোচিত হতে পারে, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Airport, #Cannon, #Airport Cannons

আরো দেখুন