দেশ বিভাগে ফিরে যান

কুস্তিগিরদের আন্দোলন থেকে সরছেন না সাক্ষী, বললেন গুজবে কান দেবেন না

June 5, 2023 | < 1 min read

আজ খবর ছড়ায় সাক্ষী মালিক ও বজরং পুনিয়া আন্দোলন ছেড়ে নিজেদের চাকরিতে ফিরে গিয়েছেন। এতেই নানান জল্পনার সৃষ্টি হয়। যদিও সাক্ষী জানান, ন্যায়বিচারের দাবিতে আন্দোলন ছেড়ে চলে আসার কোনও প্রশ্নই উঠে না। তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেই সঙ্গে রেলের চাকরির দায়িত্বও তিনি পালন করবেন বলে জানান। একই সঙ্গে মিথ্যে খবর থেকে বিরত থাকার আহ্বানও জানান সাক্ষী। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক খুব একটা ফলপ্রসু হয়নি বলেই খবর মিলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#railway job, #sakshi malik, #Wrestlers protest

আরো দেখুন