দেশ বিভাগে ফিরে যান

করমণ্ডল কান্ড দেখালো রেলের কঙ্কাল – ট্রেনে উঠতেই শঙ্কিত যাত্রীরা?

June 5, 2023 | < 1 min read

ট্রেনে উঠতেই শঙ্কিত যাত্রীরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা, রেল যাত্রী থেকে রেল আধিকারিক প্রায় সকলেই মানছেন সে কথা। তিনশোর কাছাকাছি মৃত্যু, হাজারের অধিক যখম, সব মিলিয়ে রেলের যাত্রী নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক দুর্ঘটনা। যা দেখে রেলের পরিকাঠামো নিয়ে যাত্রীরা রীতিমতো ক্ষুব্ধ।

বন্দে ভারতের ঢক্কা নিনাদ আর সইতে পারছেন না রেল যাত্রীরা। তাদের বক্তব্য, হাইস্পিড পরে! রেল আগে যাত্রী সুরক্ষার কথা ভাবুক। রেল যাত্রীদের সাফ কথা, বহু প্রাণ চলে গেল, তারা কীভাবে এমনটা মেনে নেবেন। রেলওয়ে ট্র্যাক আজও উন্নত নয়, সেখানে উচ্চ গতিসম্পন্ন ট্রেন চালানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না তারা। অনেকে বলছেন, রেলওয়ে মনিটরিং আরও সক্রিয় হওয়ার দরকার। সব মিলিয়ে যাত্রীরা আতঙ্কিত, শঙ্কিত। ট্রেনে উঠতে তারা ভয় পাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vande Bharat, #terrified, #trains, #Passengers

আরো দেখুন