রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাজুড়ে অস্বস্তিকর তীব্র গরম, কবে হতে পারে বৃষ্টি?

June 5, 2023 | < 1 min read

রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের ঊর্ধ্বমুখী পারদ। অসহ্য গরমে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। আর এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস জানাচ্ছে, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আর কোথাও তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো ৭ জেলায় চলতে পারে তাপপ্রবাহ। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ না করলে বৃষ্টি হবে না। আর যদিও বৃষ্টি হয়, তবুও এই তীব্র গরম ও আর্দ্র্যতাজনিত অস্বস্তি চলতেই থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rain, #Weather Update, #Weather Today, #Weather forecast

আরো দেখুন