রাজ্য বিভাগে ফিরে যান

৮ জুলাই পঞ্চায়েত ভোট, ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন

June 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। এ’বছর এক দফায় ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েতের এবং দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে। মনোনয়ন জমা শুরু হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার, ৯ জুন থেকে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে তারা ভোট করানোর জন্য প্রস্তুত। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গেও তারা একপ্রস্থ আলোচনা সেরে রেখেছেন। রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই জটিলতা কাটতে পারে বলে মনে করা হচ্ছিল। বাস্তবে তাই হল। গত বুধবারই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা।

  • ৩৪১টি পঞ্চায়েত সমিতির নির্বাচন হবে।
  • ৯ জুন থেকে মনোনয়ন শুরু, শেষ দিন ১৫ জুন।
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জুন।
  • নির্বাচন হবে ১ দফায়।
  • কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
  • ১১ জুলাই ফল ঘোষণার সম্ভবনা।
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #State Election Commission, #panchayat elections, #Rajiv Sinha

আরো দেখুন