রাজ্য বিভাগে ফিরে যান

কর সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে দারুনভাবে সফল বাংলার উদ্যোগ

June 14, 2023 | < 1 min read

কর সংক্রান্ত মামলা, ছবি সৌজন্যে- mint

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটে কর মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন বাংলার অর্থমন্ত্রী। যেসব সংস্থার কর সংক্রান্ত মামলা বিভিন্ন ট্রাইবুনাল বা কোর্টে চলছে, তারা রাজ্যের সঙ্গে মীমাংসায় আসতে পারবে। ১৫ শতাংশ কর দিলেই কর সংক্রান্ত বিরোধের মীমাংসা হবে। এতে বিপুল সাড়া এসেছে। এখনও পর্যন্ত ১২ হাজারেরও বেশি সংস্থা কর সংক্রান্ত মীমাংসা করেছে। যাদের অধিকাংশই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা। আগামী ৩০ জুন পর্যন্ত মীমাংসার পথ খোলা থাকবে।

ভ্যাট, সিএসটি এবং সেলস ট্যাক্সের ক্ষেত্রেও ১৫ শতাংশ কর মিটিয়ে বিরোধের মীমাংসা করা যাবে। পেনাল্টি, সুদ এবং লেট ফির ক্ষেত্রে রেহাইয়ের সুযোগ পাবেন করদাতারা। এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে বকেয়া করের ৫০ শতাংশ মেটালেই মীমাংসা সম্ভব হবে। এক্ষেত্রে পেনাল্টি ও অন্যান্য বকেয়া মকুব হবে। ট্রান্সপোর্ট সংস্থাগুলিও এই স্কিমের আওতায় আসতে পারবে। রাজ্য জানিয়েছে, নানা ট্রাইবুনাল ও আদালতে এখনও প্রায় ২৫ হাজার মামলা বকেয়া রয়েছে।সেগুলিরই নিষ্পত্তির জন্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই স্কিমে এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি আয় হয়েছে রাজ্যের। রাজস্ব বৃদ্ধি নয়, মামলাগুলির মীমাংসাকেই বড় করে দেখছেন রাজ্যের আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Tax, #tax related cases

আরো দেখুন