দেশ বিভাগে ফিরে যান

জ্বলছে মণিপুর, এবার ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন বোমা

June 16, 2023 | < 1 min read

এবার ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন বোমা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরে হিংসার সর্বশেষ ঘটনায়, বৃহস্পতিবার গভীর রাতে ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়িতে কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। রাজকুমার রঞ্জন সিং বিদেশ মন্ত্রক এবং শিক্ষামন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। সরকারী সূত্রের খবর, ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং বাড়িতে ছিলেন না। এই সপ্তাহের শুরুতে, রাজ্যের মন্ত্রী এবং বিজেপি নেতা নেমচা কিপগেনের বাড়িতেও দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #house, #House Fire, #Manipur violence, #rajkumar ranjan singh, #imphal

আরো দেখুন