২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, কমিশনকে নির্দেশ হাইকোর্টের
June 21, 2023 | < 1min read
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন। সরকারি কর্মীর বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
উলুবেড়িয়া-২ ব্লকে কাশ্মীরা বিবি ও ওমজা বিবি নামের দু’জন মনোনয়ন জমা দিয়েছিলেন। অভিযোগ, স্ক্রুটিনিতে তাঁদের ফর্ম বাতিল করে দেওয়া হয়। এই দুই প্রার্থীর অভিযোগ, তাঁরা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে। একইসঙ্গে তাঁদের বক্তব্য, বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি।
এছাড়াও, ২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, কমিশনকে এমনই নির্দেশ দিল হাইকোর্ট । উল্লেখ্য, ২০১৩ সালে ৫ দফায় ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল ।