দেশ বিভাগে ফিরে যান

বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রীই, বাংলার পথে হাঁটল পঞ্জাব সরকার

June 22, 2023 | < 1 min read

রাজ্যপালের বদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রীই হবেন সে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, ছবি সৌজন্যে- HT

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাংলার পথে হাঁটল পঞ্জাব সরকার। রাজ্যপালের বদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রীই হবেন সে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। সেই বিলই এবার পাশ করল পঞ্জাব সরকার। ২০ জুন পঞ্জাব বিধানসভায় পেশ করা হয় পঞ্জাব ইউনিভার্সিটিস ল’জ অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৩। শিরোমণি অকালি দল ও বিএসপির একমাত্র বিধায়কও বিলটিকে সমর্থন জানান। উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কিছুদিন ধরেই রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে আপ সরকারের টানাপোড়েন চলছিল।

বিল প্রসঙ্গে আলোচনায় বাংলার এই সংক্রান্ত বিলের কথা উল্লেখ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। একই পথ কেরল সরকার ডিসেম্বরে আইন পাশ করেছিল। যদিও কেরল ও বাংলার বিল অদ্যাবধি রাজভবনের অনুমোদন পায়নি

TwitterFacebookWhatsAppEmailShare

#punjab, #Chancellor, #Punjab Assembly, #Chancellor of Universities

আরো দেখুন