দেশ বিভাগে ফিরে যান

শিশু মৃত্যুর জের, ভারতে উৎপাদিত কুড়িটি কাফ সিরাপ ও ওষুধকে বিষাক্ত ঘোষণা WHO-র

June 22, 2023 | < 1 min read

ভারতে উৎপাদিত কুড়িটি কাফ সিরাপ ও ওষুধকে বিষাক্ত ঘোষণা WHO-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাতটি ভারতীয় কাফ সিরাপকে বিষাক্ত বলে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র মুখপাত্র ক্রিশ্চিয়ান লেন্ডমেয়ার জানান, ভারত এবং ইন্দোনেশিয়ার ১৫টি কোম্পানির ভিটামিন ট্যাবলেট, প্যারাসিটামল, কাফ সিরাপের মতো ওষুধসহ ২০টি ওষুধকে বিষাক্ত বলে চিহ্নিত করেছেন তারা। কাফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নিল হু।

অন্যদিকে, হু-এর রিপোর্ট আসার পরেই টনক নড়েছে মোদী সরকারের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার জানান, ভেজাল ওষুধের কারণে যাতে কারও মৃত্যু না হয়; তা নিশ্চিত করতে তৎপর তারা। ওষুধের মান নিশ্চিত করতে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। ভেজাল সিরাপ কান্ডে ৭১টি কোম্পানিকে শোকজ করা হয়েছে বলে খবর মিলেছে। যার মধ্যে ১৮টি কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে উজবেকিস্তান এবং গাম্বিয়াতে যথাক্রমে ১৮ ও ৬৬ জন শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#WHO, #Cough Syrups, #poisonous, #India, #Medicines

আরো দেখুন