BJP IT সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্যর বিরুদ্ধে FIR
June 28, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গিঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে টুইট করার জন্য বেঙ্গালুরুতে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে, হানছে সংবাদ সংস্থা ANI।
কর্ণাটকের কংগ্রেস নেতা রমেশ বাবুর অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় IPC এর 153A 120b 505(2), 34 ধারার অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।