কোন জাদুতে একদিনেই এক-দু’বছর করে বয়স কমল দক্ষিণ কোরিয়াবাসীদের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আশিতে আসিও না-র নাগতাড়া গ্রামের সন্ধান পেলে দক্ষিণ কোরিয়াবাসীরা?
নাকি গুপী-বাঘার আচার্য মশাইয়ের কৃপা হল তাদের উপর? অবাক হচ্ছেন! হওয়ারই কথা।দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স রাতারাতি কমে গিয়েছে এক থেকে দু’বছর! কিন্তু এমনটাই কী করে হল?
আদপে এতদিন, নিজেদের নিয়ম মেনে বয়স গণনা হত দক্ষিণ কোরিয়ায়। মূলত দুটি পদ্ধতিতে বয়স গণনা হত। একটি নিয়মে, গর্ভবস্থা থেকে বয়স গণনা হত। জন্মের সময় শিশুর বয়স হত ১ বছর। অন্য নিয়মে, বছরের প্রথম দিন, ১ জানুয়ারিকে জন্মদিন হিসেবে ধরা হত। এই নিয়ম কয়েকশো বছর ধরে চলত। নানা সমস্যার মুখে পড়তেন নাগরিকরা। সে’দেশের নিয়মানুযায়ী ৩১ ডিসেম্বর কারও জন্ম হলে, পরদিন অর্থাৎ ১ জানুয়ারি তার বয়স হত ২ বছর। যদিও আন্তজার্তিক নিয়ম অনুযায়ী, শিশুটির বয়স মাত্র ২ দিন। তাই এবার থেকে বয়স সংক্রান্ত সমস্যা এড়াতে আন্তর্জাতিক নিয়ম মেনেই বয়স গণনা করা হবে সে’দেশে। দীর্ঘ আইনি প্রক্রিয়া মিটিয়ে ও সমীক্ষা করে বুধবার থেকে নয়া আইন চালু হল সেখানে। নতুন আইন অনুযায়ী, বয়স গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম চালু হবে। যার জেরে নাগরিকদের বয়স এক থেকে দু’বছর কমে যাবে।