আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

জৈব অস্ত্র হিসেবেই চীনের ল্যাবে করোনোর জন্ম, বিস্ফোরক দাবি উহানের গবেষকের

June 29, 2023 | 2 min read

জৈব অস্ত্র হিসেবেই চীনের ল্যাবে করোনোর জন্ম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করোনা, যে অনুজীবের ভয় কেঁপে উঠেছিল গোটা মানব সভ্যতা তার জন্ম কীভাবে? প্রাকৃতিক নিয়মেই কী জন্ম হয়েছিল করোনার? করোনা ভাইরাসের নেপথ্যে রয়েছে চীনের উহান ল্যাব, বারবার বিশ্বজুড়ে এ সন্দেহ দানা বেঁধেছে। কিন্তু চীন বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছে। এবার বিস্ফোরক দাবি করলেন উহানের গবেষক চাও শান।

পরীক্ষাগারে জৈব অস্ত্র হিসেবে তৈরি হয়েছিল করোনা! বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাসের নয়া রূপ অর্থাৎ কোভিড ১৯ ইচ্ছাকৃতভাবে বানিয়েছিল চীন। ইন্টারন্যাশনাল প্রেস অ্যাসোসিয়েশনের সদস্য জেনিফার জেংকে দেওয়া সাক্ষাৎকার এমনই বিস্ফোরক দাবি করলেন উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষক চাও শান। সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই করোনা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে চাওয়ের সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল।

গবেষকের বক্তব্য, তাঁকে ও তাঁর সহকর্মীদের উপর মানুষসহ বিভিন্ন প্রজাতির মধ্যে কার্যকরীভাবে সংক্রমিত এমন স্ট্রেন শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সাক্ষাৎকারের ভিডিও টুইটারে পোস্ট করেছেন জেনিফার। সেই সঙ্গেই চাওকে উদ্ধৃত করে জেনিফার লিখেছেন, উহান ল্যাবের গবেষক তথা ভাইস ডিরেক্টর চাওয়ের বিস্ফোরক স্বীকারোক্তি। চাও বলেছেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নানজিং শহরে তাঁর সিনিয়র অফিসার তাঁকে করোনা ভাইরাসের চারটি স্ট্রেন দিয়ে, সবচেয়ে সংক্রামকটি শনাক্ত করতে বলেন। প্রতিটি স্ট্রেনই পরীক্ষাগারে তৈরি করা হয়েছিল।

বাদুড়, বাঁদর এমনকী মানব দেহের উপর ভাইরাসের প্রভাব নিয়ে পরীক্ষা করেন চাও। ২৬ মিনিটের সাক্ষাৎকারে গবেষক আরও দাবি করেন, ২০১৯ সালে উহানে মিলিটারি ওয়ার্ল্ড গেমসের সময় তাঁর সহকর্মীদের মধ্যে অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর দাবি, সহকর্মীদেরই একজন চাওকে জানিয়েছিলেন, স্বাস্থ্য ও হাইজিন সংক্রান্ত পরিস্থিতি পরীক্ষা করার জন্য বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটদের হোটেলে তাঁদের পাঠানো হয়েছিল। এখানেই আশ্চর্যের বিষয়, হাইজিন খতিয়ে দেখা ভাইরোলজিস্টদের কাজ নয়। চাও সন্দেহ করেন, ভাইরাস ছড়ানোর উদ্দেশ্যেই নানান দেশের অ্যাথলিটদের হোটেলে গবেষকদের পাঠানো হয়েছিল। বিশ্বজুড়ে এতো মানুষের জীবন চলে গেল। করোনার জন্ম কি ইচ্ছাকৃতভাবেই? জেনিফার বলছেন চাওয়ের সাক্ষাৎকার গোলকধাঁধার একটা অংশ মাত্র। তবে পুরোটা কী? উত্তরের অপেক্ষায় গোটা পৃথিবী।

TwitterFacebookWhatsAppEmailShare

#China Coronaviruses, #Corona Virus, #covid 19, #china, #biological weapon, #chinese lab

আরো দেখুন