Panchayat Election 2023: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৬.২৮ শতাংশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। নজরে ৩,৩১৭ টি গ্রাম পঞ্চায়েত, ৩৪১টি পঞ্চায়েত সমিতি, ২০টি জেলা পরিষদ। মোট মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে সশস্ত্র পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে এক দফায় চলছে রাজ্যের পঞ্চায়েত ভোট। এছাড়াও সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল অনেকটাই এগিয়ে থাকলেও ভোট যত এগিয়ে এসেছে বিরোধী দলগুলির ছন্নছাড়াভাব ততটাই প্রকাশ পেয়েছে। শাসকদলের বিরুদ্ধে কোথাও কোথাও বাম, কংগ্রেস, আইএসএফ, বিজেপির মধ্যে রামধনু জোটের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তবে গোষ্ঠী কোন্দলে বিধ্বস্ত বিজেপি সাংগঠনিক দুর্বলতার জেরে ২৯,৩৫৮ কেন্দ্রে মনোনয়নই পেশ করতে পারে নি। অন্যদিকে ২২টি জেলার মোট ৬৩২২৯টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৮০০২টি, ৯৭৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯৯১টি এবং ৯২৮টি জেলা পরিষদের মধ্যে ৮টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা।
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জনগণের আশীর্বাদ অর্জন করেছিল তৃণমূল। এই নির্বাচনেও কি মানুষ শাসক দলের উপর আস্থা রাখবে? তা সময়ই বলে দেবে।
লাইভ আপডেট:
১৭.০৬ সন্ত্রাসের সব দায় কেন্দ্রীয় বাহিনীর, অভিযোগ রাজীব সিনহার
১৭.০০ রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ
১৬:৫৬: কাটোয়ার খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের একাইহাটের সীতাকুমারী প্রাথমিক বিদ্যালয়ের ২২ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে
১৬:৪৩: ডাবগ্রাম ফুলবাড়ির চাংড়াবান্ধা প্রাথমিক বিদ্যালয়ে ২৬৬ নম্বর বুথে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের পোলিং এজেন্ট জল ঢেলে দেন ব্যালট বাক্সে।
১৬:৩৬: ১২০০ থেকে ১৩০০টি অভিযোগ এসেছে। তার মধ্যে ৬০০ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে : রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা
১৬:৩০: মুর্শিদবাদের ভরতপুর, হরিহরপাড়া, ডোমকল এবং রানিনগরে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তৃণমূল
১৬:২৫: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমাবাজির অভিযোগ। গুরুতর জখম তৃণমূল কর্মী। জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী জিল্লার রহমান ও বিধায়ক নিয়ামত শেখ তৃণমূল কর্মীদের মেডিক্যাল কলেজে নিয়ে আসেন।
১৬:১২: কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের বেলতাপারা ২১২ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিপ্লব সান্যাল নামে এক ভোটারের পায়ে গুলি লেগেছে।
১৬:১১: আমডাঙার আধহাঁটা গার্লস হাই স্কুলের ৩৮ নং বুথে হামলার অভিযোগ। ব্যালট বাক্স ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির আইএসএফ-এর বিরুদ্ধে।
১৫.৫৬ নদীয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির জেরে আতঙ্কে ভোট দিতে যেতে পারছিলেন না এলাকাবাসী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথকেন্দ্রে শূন্যে গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
১৫:২০: রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধীদের। ভোটের বলি ১ প্রার্থী সহ ৭ তৃণমূল কর্মী
১৫:১৯ বুথ ত্যাগ করা ভোটকর্মীদের বিরুদ্ধে এফআইআর হবে, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার
১৫:১৮ মুর্শিদাবাদের ডোমকলের রাধাকান্তপুরের তৃণমূল প্রার্থী আদিনা বিবির বাড়িতে চড়াও হয়ে হামলা। গুরুতর অসুস্থ প্রার্থী।
১৫.১০: কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের বেলতাপারা ২১২ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিপ্লব সান্যাল নামে এক ভোটারের পায়ে গুলি লেগেছে।
১৫:০০: দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫০.৫২ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
১৪.৫০ ‘বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। সেগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার পড়লে পুনর্নির্বাচন হবে।’, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার
১৪.৪৭ মালদহের ইংরেজবাজারের ন’ঘরিয়া এলাকায় বোমাবাজিতে নিহত তৃণমূল প্রার্থী মাম্পি খাতুনের শাশুড়ি তসলিমা বেওয়া।
১৪.৪৫ সংবাদমাধ্যমকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, কেমন ভোট হচ্ছে তা বলার এখনও সময় আসেনি। পরিস্থিতি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পুননির্বাচন হবে।
১৪.৪২ পূর্ব মেদিনীপুরের সুতাহাটার কুকড়াহাটিতে ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপি কর্মীর মারধরে জখম তৃণমূল সমর্থক।
১৪.৪০ কাটোয়ার ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের আকাইহাটে তৃণমূল মহিলা প্রার্থীর মুখে ভাতের গরম ফ্যান ছিটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা। কাটোয়া হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী।
১৪.৩৯ আরামবাগের তিরোলে সিপিএমের বিরুদ্ধে তীর-ধনুক ও লাঠিসোঁটা নিয়ে বুথ দখলের অভিযোগ। আতঙ্কিত স্থানীয়রা।
১৪.৩৭ উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালীনগর গ্রাম পঞ্চায়েতের ৮১ নম্বর বুথে ব্যালট বাক্স পুকুরে ফেলে দিল বিজেপি।
১৪.৩০ ভাঙড়ে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। বাড়ির লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোড়ার অভিযোগ উঠেছে।
১৪:০০ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ২টো পর্যন্ত রাজ্যে ভোটের হার ৩৬ শতাংশ।
১৩.৪৮ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থী এবং বিদায়ী প্রধান মহম্মদ শাহেনশাহকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
১৩.৩৮ পূর্ব বর্ধমানের কাটোয়া দু’নম্বর ব্লকের নন্দীগ্রামে তৃণমূল এজেন্টে গৌতম রায়কে খুনের অভিযোগ সিপিএম নেতা হরিনারায়ণ সামন্তের বিরুদ্ধে।
১৩.৩৪ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ফুরফুরা হাই মাদ্রাসা ৯২ নম্বর বুথে ভোট দিলেন
১৩.২৫ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম আনিসুর ওস্তাগার।
১৩.২১ ব্যালট বিভ্রাট নদীয়ার শান্তিপুর আরবান্দী দু’নম্বর পঞ্চায়েতের পাঁচপোতা পশ্চিমপাড়া ১৩২ নম্বর সেক্টরের অন্তর্গত তিন নম্বর বুথে। গ্রামসভার সাদা ব্যালটে তৃণমূলের প্রতীকের পাশে ভুল প্রার্থীর নাম।
১৩.১৬ কাটোয়ার নন্দীগ্রামে ২৬২ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট গৌতম রায়কে খুন সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের
১৩.০৭ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দফায় দফায় অশান্তি। পুনর্নির্বাচনের দাবি তৃণমূলের।
১৩.০৬ পূর্ব মেদিনীপুরে কুঁকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১৩.০০ রাজ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৬৬ শতাংশ
১২.৫১ ব্যালট বাক্সই জলে ফেলে দিল বিজেপি সমর্থকরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের ধামসা এলাকার ১৪১ নং বুথে।
১২.৪৮ কোচবিহারের ১ নম্বর ব্লকের চাত্রাচেকা ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ নম্বর বুথে ভোট চলাকালীন একদল দুষ্কৃতী এসে ভোটকেন্দ্রে হামলা চালায়। ব্যালট পেপার লুট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১২.০১ পূর্ব মেদিনীপুরের বরোজে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী উৎপল জানাকে আক্রমণ, মাথা ফাটল তৃণমূল প্রার্থীর। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।
১১.৫৭ ভোট দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ
১১.৫৩ ভোটারদের প্রভাবিত করতে মালদহের হাবিবপুর ব্লকের বিদ্যাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি নেতা মলয় রায় প্রকাশ্যে শাড়ি বিতরণ করছেন।
১১.৪৭ ভোটারদের প্রভাবিত করতে নিরাপত্তা রক্ষী নিয়ে বুথে বুথে ঘুরছেন মালদহের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র বলে অভিযোগ
১১.৩০ মুর্শিদাবাদ বহরমপুরের বোটারডাঙায় ভোট দিতে যাওয়ার সময় ২ তৃণমূল কর্মী, নাসিম শেখ ও সাদিকুল শেখকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ।
১১.১৮ ব্যালটে প্রতীক বিভ্রাট, বন্ধ হয়ে গেল ভোট গ্রহন। এমনই ঘটনা ঘটেছে বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের সানঘোষপাড়া এলাকার ১০৩ নম্বর বুথে। জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী আদুরী খাতুন বিবি নামের পাশে সিপিএমের প্রতীক, একই সঙ্গে সিপিএম প্রার্থী জুলফিকার বিবির নামের পাশে তৃণমূলের প্রতীক ছাপা হয়েছে। বিষয়টি নজরে আসতেই বন্ধ করে দেওয়া হয় ওই বুথে ভোট গ্রহন।
১১.০৬ ভোটার লিস্টে নাম না থাকায় ভোট দিতে পারলেন না বারুইপুর পুর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার ৷
১০.৫১ এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সংশ্লিষ্ট বুথের প্রিজাইডিং অফিসার জানান, বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ চলার পর বিজেপি প্রার্থী এসে তাঁকে ব্যালট বাক্স খুলে দেখাতে বলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, তিনি জানান এ কাজ তিনি করতে পারবেন না। তখনই দিনহাটার ওই বুথের ব্যালট বাক্সে বোতল থেকে জল ঢেলে দেন খোদ বিজেপি প্রার্থী। আপাতত ওই বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
১১.০০ রাজ্যে সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ২২.৬০ শতাংশ
১০.৪৭ নদীয়ার চাপড়ায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত তৃণমূল কর্মী হামজার আলি হালসানা ৫২। কংগ্রেসের লোকজন এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
১০.৩৯ মুর্শিদাবাদের বেলডাঙা থানার নপুকুরিয়ায় ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা। অভিযুক্ত কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।
১০.৩৬ পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের ১ নম্বর বুথের খুনিবাথান এলাকায়শনিবার সকাল ৬টা নাগাদ ভোটারদের বুথে আসতে বাধা দেন বিজেপির কিছু সমর্থক, বলে অভিযোগ। তৃণমূল এর প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তৃণমূল প্রার্থীর আত্মীয়। বর্তমানে তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
১০.৩২ মুর্শিদাবাদের বহরমপুরের নিয়াল্লিশপাড়া গ্রামপঞ্চায়েতের ফতেপুরে ব্যালট বাক্স পুকুরে ফেলে দিল দুষ্কৃতীরা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার করে। আপাতত বন্ধ ভোটগ্রহণ।
১০.৩১ ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।
১০.৩০ নদীয়ার চাপড়ায় কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে মৃত ১ তৃণমূল কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
১০.১৪ কোচবিহারে ভোট প্রক্রিয়ায় বাঁধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।
১০.১৩ মুর্শিদাবাদের সমশেরগঞ্জের তেজপুর এলাকায় দুষ্কৃতিদের গুলিতে জখম এক মহিলা ভোটার। জানা গিয়েছে, জখম ভোটারের নাম রেহেনা পরভিন।
১০.১০ ভোট দিলেন সস্ত্রীক মানস ভুঁইয়া।
১০.০৯ নন্দীগ্রামে একটি বুথে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের
১০.০৭ সামশেরগঞ্জের শুলিতলা এলাকায় ১৬ নম্বর বুথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি কংগ্রেসের। অনুপ নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসা চলছে। আক্রান্ত যুবকের নাম সানাউল শেখ।
১০.০২ মালদহের রতুয়ার চাঁদমনি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁচখামার প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের উপর হামলার চালানোর অভিযোগ কংগ্রেস নেতা নাজির আলি এবং তাঁর দলবলের বিরুদ্ধে
১০.০০ উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী
৯.৪৫ সিঙ্গুরের ডিহিরতনপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না।
৯.৪৪ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ২২৫ বিধানসভা কেন্দ্র ১৭১ নম্বর খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা ও নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র।
৯.৪৩ ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের সাহাপুর অঞ্চলের ১৬৮ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ২০০ ব্যালট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা
৯.৪১ নদীয়ায় কোতোয়ালি থানার ভালুকা পঞ্চায়েতের আনন্দবাস এলাকায় বোমাবাজিতে আহত দুই তৃণমূল কর্মী। ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে।
৯.১৮ মালদার সম্বলপুরে তৃণমূল ও নির্দল এবং জোট প্রার্থীদের মধ্যে সংঘর্ষ। আহত ৪ তৃণমূল কর্মী
৯.১৬ পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত অফিসে তৃণমূল এজেন্টকে বুথে ঢুকতে বাধা জমি কমিটি এবং আইএসএফ-এর। পুলিশের হস্তক্ষেপে অবশেষে এজেন্ট বসাতে পারে তৃণমূল।
৯.১৬ বাঁকুড়ার সোনামুখী ব্লকে সিপিএম এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ। জখম উভয়পক্ষের ১৬ জন। আহতদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
৯.১৫ ভাঙড় দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থীর স্বামী রশিদ মোল্লাকে মারধর করার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
৯.০৩ মুর্শিদাবাদের ভরতপুরের সিজগ্রামের কয়েকটি বুথে এজেন্ট ঢুকতে ‘বাধা’ কংগ্রেসের।
৯.০২ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ২২৫ বিধানসভা কেন্দ্র ১৭১ নম্বর খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা ও নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক সূর্যকান্ত মিশ্র
৯.০১ ভাঙড়ে বোমার আঘাতে আহত এক তৃণমূল কর্মী, অভিযোগের তীর ISF কর্মীদের বিরুদ্ধে
৯.০০ সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ১০.১ শতাংশ
৮.৫৫ পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে শহিদ মাতঙ্গিনী ব্লকে শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বরগেছিয়া ১৭ নম্বর বুথে ভোটকেন্দ্রে তালা মারলেন ভোটকর্মীরাই, এমনি অভিযোগ উঠছে। এর পর সেখানে কেন্দ্র বাহিনী এলে তালা খুলে শুরু হয় ভোট।
৮.৫৩ সিপিএম এবং বিজেপি প্রার্থীরা ব্যারাকপুর ব্লক ওয়ান কাউগাছি দুই নম্বর পঞ্চায়েতে রাজ্যপালের গাড়ি আটকালেন । কল্যাণী হাইরোড দিয়ে রাজ্যপাল যাচ্ছিলেন বাসুদেবপুর মোড়ে। সেই সময় তাঁর গাড়ি আটকান বাম ও বিজেপি প্রার্থীরা ।
৮.৩৯ কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীকে খুন করার। এছাড়াও সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন আট জন।
৮.২৬ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার তিন নম্বর দাঁদরা অঞ্চলে আক্রান্ত তৃণমূল সমর্থক। দুষ্কৃতীদের হামলায় আহত স্বপন মণ্ডল ও মানস গায়েন নামক দুই ব্যক্তি।
৮.২০ মুর্শিদাবাদের রানিনগরে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। জখম হয়েছেন কমপক্ষে ২৪ জন।
৮.১৭ সকাল সকাল নিউটাউনের চাঁপাগাছিতে আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি । আইএসএফ প্রার্থী ব্যাগে বোমা নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।
৮.১৪ ফের গুলি সামসেরগঞ্জে। তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালাল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা
৮.১২ ডোমকল থানার কুপিলা গ্রামে গুলিবিদ্ধ দুই তৃনমুল কর্মী আমিরুল শেখ ও সোহেল রানা। আজ সকালে ভোট দিতে যাওয়ার পথে তাঁদেরকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ।
৮.০০ ভাঙড় দু’নম্বর ব্লকে কড়া নিরাপত্তায় চলছে শান্তিপূর্ণ নির্বাচন, এখনও পর্যন্ত কোথাও অশান্তির ঘটনা ঘটেনি
৭.২৫ মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
৭.২২ বেলডাঙায় মৃত তৃণমূল কর্মী বাবর আলি। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
৭.১৪ মুর্শিদাবাদ জেলার কুপিলার বিশ্বাসপাড়ায় চলল গুলি, জখম ২। অভিযোগের তির জোট সমর্থকদের বিরুদ্ধে।
৬:৩০ মুর্শিদাবাদের রেজিনগরে খুন তৃণমূল কর্মী। উত্তপ্ত গোটা এলাকা।
৬.০৫ তুফানগঞ্জে খুন তৃণমূল কর্মী ৷ বুথ ক্যাম্পে কাজ করার সময় হামলার অভিযোগ ৷ হামলায় নিহত তৃণমূল কর্মী গণেশ সরকার ৷ তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ ভোটের আগের রাতে মৃত তৃণমূল কর্মী।