খেলা বিভাগে ফিরে যান

জল্পনার অবসান! জন্মদিনে Edu-Tech অ্যাপ আনার ঘোষণা বাঙালির দাদার

July 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জল্পনার অবসান, ৫১তম জন্মদিনে নতুন অবতারে বাঙালির দাদা। কোন ভূমিকায় হাজির হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কদিন ধরেই নানা মহলে জল্পনা ছড়িয়েছিল, সৌরভ নিজেও টুইট করে জল্পনা বাড়িয়েছিলেন। অবশেষে আজ নিজের জন্মদিনে প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন, নতুন একটি এডু-টেক অ্যাপ্লিকেশন আনছেন তিনি। সেখানে নেতৃত্ব নিয়ে অনলাইনে কোর্স করানো হবে। অ্যাপটির নাম দেওয়া হয়েছে, “Sourav Ganguly Masterclass”।

ক্লাসপ্লাস এই অ্যাপটির প্রযুক্তিগত বিষয় সামলেছে। সমাজে তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণী তথা প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষায়, এই অ্যাপ্লিকেশন থেকে উপার্জিত অর্থ ব্যয় করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সমাজ মাধ্যমে সৌরভ জানান, “ষোলো বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবন এবং অজস্র ম্যাচের পর, এই ৫১তম জন্মদিনে, আমি আমার সমস্ত শিক্ষা-অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন থেকে এ’সব আপনাদের।”

এই শিক্ষামূলক অ্যাপে শিক্ষকের ভূমিকায় থাকবেন সৌরভ। অ্যাপে আপাতত বাংলা এবং ইংরাজি দুই ভাষাতে একটি করে কোর্স রয়েছে। কোর্সে ভর্তি হতে খরচ পড়বে ৪৯৯ টাকা। প্রথমেই এই টাকা একবারে দিয়ে দিতে হবে

TwitterFacebookWhatsAppEmailShare

#Happy Birthday Sourav Ganguly, #Edu-Tech, #Sourav Ganguly Masterclass, #Sourav Ganguly, #birthday

আরো দেখুন