চশমা পরলে বেশি বয়স্ক দেখায় মনে করেন ভারতীয়রা, দাবি অ্যালকনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দৃষ্টিশক্তি ঠিক রাখার হাতিয়ার চশমা হাল আমলে হয়ে উঠেছে ফ্যাশন ট্রেন্ডের একটি উপাদান। কিন্তু সাম্প্রতিক অ্যালকনের করা সমীক্ষা বলছে, চশমা পরলে বহু মানুষ নিজেকে বুড়ো মনে করেন। মনে করেন, চশমা পরার কারণে তাঁদের হয়ত বেশি বয়স্ক লাগছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যেই এমন ধারণা জাঁকিয়ে বসছে। সমীক্ষায় উঠে এসেছে, ১০০ জনের মধ্যে ৫৪ জন ভারতীয় নাগরিকই মনে করেন, চমশা পরলে তাঁদের বুড়ো দেখায়। প্রসঙ্গত, চক্ষু পরিচর্যা সংক্রান্ত সংস্থা অ্যালকন সম্প্রতি গোটা বিশ্বে সমীক্ষা চালিয়েছে।
সমীক্ষায় ভারতের নানান বিষয় উঠে এসেছে। এ দেশের বেশিরভাগ মানুষ মনে করেন, বার্ধক্যে তাঁদের চোখই সবচেয়ে বেশি ভোগাবে। অধিকাংশের আশঙ্কা, বয়সকালে তাঁদের চোখে ছানি পড়তে পারে। ছানি অপারেশন করলে স্পষ্ট দৃষ্টিশক্তি ফিরবে বলে মনে করেন ৯১ শতাংশ মানুষ।
সমীক্ষায় সামনে এসেছে, ছানি অপারেশনের জন্যে ৫৯ শতাংশ মানুষ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শকেই অগ্রাধিকার দেন বা দেবেন। ৩৬ শতাংশ মানুষ নিরাময়ের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে আগ্রহী। সমীক্ষা অনুযায়ী, ৭৭ শতাংশ মানুষের দাবি, ছানি অপারেশন করে তাঁরা ভালভাবে দেখতে পাচ্ছেন। অন্যদিকে, ৮৮ শতাংশ মানুষের দাবি, আগের চেয়ে আরও স্বচ্ছ হয়েছে তাঁদের দৃষ্টিশক্তি।