দেশ বিভাগে ফিরে যান

ফের শ্রদ্ধা খুনের ছায়া, দিল্লিতে প্লাস্টিক ব্যাগে উদ্ধার টুকরো টুকরো মানব দেহাংশ

July 13, 2023 | < 1 min read

দিল্লিতে প্লাস্টিক ব্যাগে উদ্ধার টুকরো টুকরো মানবদেহাংশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও শ্রদ্ধা খুনের ছায়া রাজধানীতে। কোতওয়ালি থানা এলাকায় প্লাস্টিকের ব্যাগে মিলল টুকরো টুকরো দেহাংশ। দেহাংশটি কার? কোনও মহিলার নাকি পুরুষের? তদন্তে নেমেছে পুলিশ। বুধবার সকাল নটা নাগাদ পুলিশ খবর পায় যমুনা খদরে একটি প্লাস্টিকের ব্যাগে বেশ কয়েকটি দেহাংশ মিলেছে। খবর মিলতেই পুলিশ উত্তর দিল্লির গীতা কলোনি ফ্লাইওভারের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচ-ছয় টুকরো দেহাংশ উদ্ধার করে।

দেহাংশ মিললেও কোনও মুণ্ড পাওয়া যায়নি। খানিক দূরে পড়ে থাকা আরেকটি ব্যাগ থেকে বাড়তি কিছু দেহাংশের হদিশ মিলেছে। মুণ্ড না থাকায় মৃতের পরিচয় জানা যায়নি। দেহাংশগুলি কোনও মহিলা না পুরুষের তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দেহটি কোনও মহিলার। অস্থি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন।

উত্তর ও মধ্য দিল্লি এবং শাহদারা এলাকা ঘিরে তল্লাশি চালিয়েছে পুলিশ। ফরেন্সিক ও তদন্তকারী দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্রমাণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিক অনুমান, মৃতদেহের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের হয়েছে। যমুনা খদরেই খুনের ঘটনা ঘটেছে, নাকি হত্যার পর দেহাংশ সেখানে ফেলা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দিল্লি এবং আশপাশের এলাকায় কারা সম্প্রতি নিখোঁজ হয়েছে, সে বিষয়েও তল্লাশি শুরু হয়েছে।

শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে এই ব্যাগে দেহাংশ উদ্ধারের ঘটনা। শ্রদ্ধার লিভ-ইন পার্টনার আফতাব শ্রদ্ধাকে খুন করে, মৃতদেহের ৩৫ টুকরো বিভিন্ন ব্যাগে ভরে দক্ষিণ দিল্লি ও গুরুগ্রামের নানা জায়গায় ফেলে দিয়েছিল। এক্ষেত্রেও এমন কিছু ঘটেছে কিনা তার উত্তর খুঁজছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Unidentified body, #Plastic bags, #delhi, #Geeta colony

আরো দেখুন