রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যসভার ভোটে জয়ী হয়ে বিধানসভা থেকে শংসাপত্র নিলেন সাত সাংসদ

July 17, 2023 | < 1 min read

সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে শংসাপত্র গ্রহণ করেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার বিজেপির ‘ডামি’ প্রার্থী রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ছয় প্রার্থী এবং বিজেপি থেকে এক প্রার্থী রাজ্যসভায় যাচ্ছেন। আজ সোমবার রাজ্যসভার ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে জয়ের শংসাপত্র হাতে পেলেন সাত জন প্রার্থী।

প্রথমে তৃণমূলের প্রার্থীদের শংসাপত্র দেওয়া হয়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধী জোটের বৈঠকে যোগদান করতে বেঙ্গালুরুর যাওয়ায় তাঁর হয়ে শংসাপত্র নেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে শংসাপত্র গ্রহণ করেন।পরে জয়ের শংসাপত্র নেন বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal mps, #West Bengal, #West Bengal Assembly, #Rajya Sabha polls

আরো দেখুন