এবার বাড়ির কাছেই মিলবে চিকিৎসা ও রক্তপরীক্ষার সুযোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে এক ও অভিন্ন ‘আউটডোর নেটওয়ার্ক’ চালুর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। কলকাতা ও জেলা সদরের মেডিক্যাল কলেজগুলি থেকে শুরু করে গ্রামীণ এলাকার সুস্বাস্থ্যকেন্দ্র—কয়েক হাজার হাসপাতাল যুক্ত হবে এই নেটওয়ার্কে।
এর ফলে বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে রোগ ও রক্তপরীক্ষার জন্য সেখানেই লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এই নেটওয়ার্কের মাধ্যমে যে কোনও আউটডোর টিকিটের বিশেষ নম্বর ‘অ্যাকসেস’ করা যাবে স্বাস্থ্যদপ্তরের যে কোনও কম্পিউটার থেকেই। স্থানীয় হাসপাতালে ওই টিকিট দেখালে সেখানেই বিনামূল্যে রোগ বা রক্তপরীক্ষা করানো সম্ভব হবে। নতুন করে টিকিট করার প্রয়োজন পড়বে না। এতদিন বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে আউটডোরের কাগজে লেখা টেস্ট এলাকার হাসপাতালে গিয়ে করাতে কালঘাম ছুটে যেত।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘ধাপে ধাপে ই-প্রেসক্রিপশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষের ভোগান্তি কমে।’