বিনোদন বিভাগে ফিরে যান

আর মিলবে না সুযোগ! ভারতে কী বন্ধ করল NETFLIX

July 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে আর বন্ধু কিংবা আত্মীয়ের অ্যাকাউন্টে নেটফ্লিক্স দেখা যাবে না। এ দেশের নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা বন্ধ করল ওটিটি প্ল্যাটফর্মটি। গোটা বিশ্বে বহু দেশে, আগেই এই পরিষেবা বন্ধ হয়েছিল। সেই পথে এবার ভারতও হাঁটল।

বৃহস্পতিবার থেকে পাসওয়ার্ড শেয়ারের সুবিধা বন্ধ করেছে নেটফ্লিক্স। সেই মর্মে তারা ব্যবহারকারীদের ইমেল পাঠিয়েছে। ইমেলে লেখা রয়েছে, নেটফ্লিক্স অ্যাকাউন্ট কেবলমাত্র ব্যবহারকারী এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য। পরিবারের বাইরের কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে নয়া অ্যাকাউন্ট খুলে সাবস্ক্রিপশন নিতে হবে।

কেন নেটফ্লিক্স এমন সিদ্ধান্ত নিল? বিশেষজ্ঞ মহলের ধারণা, পাসওয়ার্ড শেয়ারের ফলে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা কমছিল। আমেরিকায় অভিনেতা ও লেখকদের ধর্মঘটের জেরে ধাক্কা খেয়েছে প্রোডাকশনের কাজ। মনে করা হচ্ছে, ক্ষতি থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Netflix

আরো দেখুন