মণিপুর নিয়ে বিরোধীদের বিক্ষোভ, বিতর্কিত বিল পাস করিয়ে মুলতুবি হয়ে গেল সংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরের হিংসা নিয়ে বুধবারও সংসদে বিরোধীদের বিক্ষোভের মধ্যে লোকসভা দফায় দফায় মুলতুবি হয়ে যায়।
এদিন বিরোধীদের প্রতিবাদে লোকসভা দু’বার মুলতবি করতে হয়েছিল স্পিকারকে।
বিতর্কিত বন সংরক্ষণ (সংশোধনী) বিল লোকসভায় পাশ করিয়ে নিল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার লোকসভায় বন সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন। বিরোধীদের অভিযোগ, ‘বিজেপি-ঘনিষ্ঠ’ শিল্পপতিদের হাজার হাজার বর্গ কিলোমিটার অরণ্যভূমি তুলে দেওয়ার উদ্দেশ্যেই নজিরবিহীন দ্রুততায় নয়া বন সংরক্ষণ আইন কার্যকর করতে সক্রিয় হয়েছে কেন্দ্র।
এই বিলে যে ভাবে সীমান্ত থেকে ১০০ কিলোমিটার এলাকা পর্যন্ত বনভূমি ধ্বংসের বন্দোবস্ত রাখা হয়েছে, তাতে জনজাতিদের স্বার্থে ইউপিএ আমলে চালু করা ‘অরণ্যের অধিকার আইন’ লঙ্ঘিত হবে বলে আশঙ্কা রয়েছে। এই বিল পাশ করিয়ে নেওয়ার পরই গোটা দিনের জন্য লোকসভা মুলতুবি হয়ে যায়।
অন্যদিকে এদিন রাজ্যসভায় মণিপুর নিয়ে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই হিমাচলের ট্রান্স গিরি এলাকার হাট্টি সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার বিলটি পাস করিয়ে নিল মোদী সরকার। বিলটি পেশ করেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের মন্ত্রী অর্জুন মুন্ডা। উল্লেখ্য, এই বিলটি গত ডিসেম্বরে লোকসভায় পাস হয়ে গিয়েছিল।
রাজ্যসভার প্রশ্নোত্তরের সময় মণিপুর ইস্যুটি উত্থাপন করলেন INDIA-র সাংসদ। মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সংসদে ধারাবাহিক বিক্ষোভ চালাচ্ছেন বিরোধী সাংসদেরা।