কলকাতা বিভাগে ফিরে যান

বাড়ি বসেই মিলবে কফি হাউসের খাবার? জানুন কীভাবে

July 27, 2023 | < 1 min read

বাড়ি বসেই মিলবে কফি হাউসের খাবার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাড়ি বসেই মিলবে বাঙালির আড্ডাপীঠ কফি হাউসে খাবার।
অনলাইনে অর্ডার দিলেই দোরগোড়ায় পৌঁছবে কফি হাউসের নস্টালজিক গরম কফির স্বাদ। আড্ডা জমবে ড্রয়িংরুমে।

কলেজ স্ট্রিট কফি হাউস এখন অন্যান্য জায়গাতেও পৌঁছে গিয়েছে। প্রথমে শ্রীরামপুর তারপর ডায়মন্ড হারবার। এবার কফি হাউসের খাবার অনলাইনে। খাবার সরবরাহকারী এক সংস্থার সঙ্গে কফি হাউস গাঁটছড়া বেঁধেছে। তাদের মাধ্যমেই কলেজ স্ট্রিট কফি হাউস থেকে কফি, পকোড়া পৌঁছবে শহরে ঘরে ঘরে। আপাতত কলেজ স্ট্রিটের কফি হাউসের শাখা থেকে শুরু হচ্ছে অনলাইন ডেলিভারি। পরবর্তী সময়ে গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে শ্রীরামপুর ও ডায়মন্ড হারবার শাখা থেকেও অনলাইন সরবরাহ চালুর পরিকল্পনা রয়েছে।

কফি মানুষের ঘরে পৌঁছে দেওয়া, সত্যিই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক হয়েছে, বিশেষ ধরনের পেপার কাপে বাড়ি বাড়ি কফি পৌঁছে দেওয়া হবে। পেপার কাপ হবে দু’ধরনের। গরম কফি এবং ঠান্ডা কফির জন্য আলাদা কাপ। কফি মিনিট তিরিশ কফি গরম থাকবে বলেই দাবি কর্তৃপক্ষের। কফি হাউসের সম্পাদক সরফরাজ আহমেদ কথায়, ১ আগস্ট থেকে অনলাইন ডেলিভারি
শুরু করার পরিকল্পনা তাঁদের। দাম প্রসঙ্গে তিনি জানান, কফি হাউসে বসে যে দামে খাবার পাওয়া যায়, ঘরে খাবার পেতে হলে বাড়তি দাম দিতে হবে। কফির জন্য বিশেষ পেপার কাপের চার্জ আর অন্যান্য খাবারের জন্য কন্টেনার চার্জ দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Online delivery, #Coffee, #Coffee house, #customers

আরো দেখুন