INDIA শব্দে বেসামাল বিজেপি? মোদীর বিস্ফোরক আক্রমণে জল্পনা বাড়ছে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: Indian National Congress. East India company. Indian Mujahideen. Popular Front of India – সব কিছুতেই INDIA শব্দটি রয়েছে। INDIA নাম ব্যবহার করলেই কিছু হয় না – বিরোধীদের জোটকে আটকাতে এবার এরকমই লজিক খাড়া করা চেষ্টা করছে বিজেপি, যার পুরোভাগে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।
২৬টি বিরোধী দলের জোট নিজেদের নামকরণ করছেন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- যার আদ্যাক্ষরগুলো যোগ করলে দাঁড়ায় INDIA । শোনা যাচ্ছে এই বুদ্ধিটা নাকি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই নামকে ঘিরেই নাকি বিজেপির মধ্যে সংশয়।
আসলে UPA, রাহুল বা সনিয়া গান্ধী, মমতা ব্যানার্জী, অরবিন্দ কেজরিওয়াল বা শরদ পাওয়ার – এঁদেরকে কী করে বিরোধিতা করা যায়, তার গেমপ্ল্যান বিজেপির কাছে কিছুটা হলে আছে। কিন্তু INDIA-কে তো আর গালাগাল বা অপদস্থ করা যায় না। তাহলে তো দেশপ্রেমী জনগণ খেপে যেতে পারে। তাই কিছুটা হলেও নাকি বেসামাল গেরুয়া শিবির। এমনকি এও শোনা যাচ্ছে যে, আওয়াজ তোলা হচ্ছে, INDIA বিদেশী নাম, দেশের নাম বদল করে হোক ভারত।
তাহলে কি ২০২৪-এর নির্বাচনের আগে মোদী সরকার বিরোধীদের কাছ থেকে সত্যিই ধাক্কা খেলো, তা জানা যাবে সময়ের সাথে সাথে।