খেলা বিভাগে ফিরে যান

অধরা অস্ট্রেলিয়ার স্বপ্ন, অ্যাসেজে সমতা ফেরাল ইংল্যান্ড

August 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ দিনে পঞ্চম টেস্ট জিততে গেলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৪৯ রান। ইংল্যান্ডের ১০ উইকেট। দিনের একটা গোটা সেশন বৃষ্টিতে ভেস্তে গেল। তাতেও হার বাঁচাতে পারল না অস্ট্রেলিয়া।

৩৮৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ ৩৩৪ রানে। হার ৪৯ রানে। সিরিজ শেষ হল ২-২ ব্যবধানে। পঞ্চম দিনে ইংল্যান্ডের নায়ক হয়ে উঠলেন ক্রিস ওকস। চারটি উইকেট নিলেন তিনি।

অস্ট্রেলিয়ার শেষ ভরসা ছিল মার্শের ব্যাটে। কিন্তু তিনিও মইন আলির বলে উইকেটকিপার বেয়ারস্টোর হাতে ধরা দেন।

শেষের দিকে একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার টড মার্ফি। কিন্তু তিনিও ব্রডের বলে আউট হয়ে ফিরে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Ashes 2023, #Chris Woakes, #Steve Smith

আরো দেখুন