মণিপুর ইস্যুতে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ INDIA জোটের ২১ প্রতিনিধির
August 1, 2023 | < 1min read
ছবিঃ প্রতীকী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণিপুর ইস্যুতে INDIA জোটের কথা শোনার জন্য সময় দিলেন। বুধবার সকাল ১১.৩০ মিনিটে ‘ইন্ডিয়া’ জোটের সদস্যদের সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি।
জাতিদাঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি দেখে ফেরার পর ১৬ দলের প্রতিনিধিরা সমস্ত রিপোর্ট দিতে চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সেই মর্মে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন সুস্মিতা দেবরা। INDIA জোটের তরফে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিলেই তাঁরা গিয়ে সবিস্তারে মণিপুর নিয়ে কথা বলবেন। অবশেষে রাষ্ট্রপতি সেই সময় দিলেন।
এইডস হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব কি না এখনও প্রশ্ন ওঠে, কোন কোন বিষয়ে সচেতন থেকে aids থেকে দূরে থাকা সম্ভব? বিশ্ব এইডস দিবসে আলোচনায় ট্রপিক্যাল মেডিসিন এর প্রধান ডা: বিভূতি সাহা