শেষ ওভারে হার্দিকের ঝোড়ো ব্যাটে ৩৫০-র গন্ডি টপকাল ভারত
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই মঙ্গলবার ত্রিনিদাদের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি ফাইনালের রূপ নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দিয়েই সাজানো হল ভারতীয় দল। আজ প্রথম একাদশে একজোড়া রদবদল করা হয়েছে। বাদ পড়েন উমরান মালিক ও অক্ষর প্যাটেল। দলে ঢোকেন রুতুরাজ গায়কোয়াড় ও জয়দেব উনাদকাট।
দ্বিতীয় ম্যাচের মতো সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস হারলেন রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দিতে নামা হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক শাই হোপ এই ম্যাচেও টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে।
নিশ্চিত শতরান হাতছাড়া হল শুভমন গিল। ৩৮.৪ ওভারে গুড়াকেশ মোতির বলে ইয়ানিক কারিয়ার হাতে ধরা পড়েন তিনি। ৯২ বলে ৮৫ রান করে মাঠ ছাড়েন গিল। মারেন ১১টি চার। ভারত ২৪৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।