দেশ বিভাগে ফিরে যান

ফের অশান্ত মণিপুর, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ১৭ জন

August 3, 2023 | < 1 min read

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ১৭ জন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তিন মাস পেরলেও মণিপুরের হিংসা থামার লক্ষ্যন নেই। নতুন করে ফের অশান্তি ছড়িয়েছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। রাজ্যের বিষ্ণুপুর জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছিল। পরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেইতেই গোষ্ঠীর মহিলারা।

ঘটনার সূত্রপাত রাজধানী ইম্ফল থেকে কুড়ি কিলোমিটার দূরে বিষ্ণুপুরে। সেখানে টহলধারী অসম রাইফেল্সের জওয়ানদের উপর বৃহস্পতিবার হামলা চালান মহিলারা। পুলিশ জানিয়েছে, মৈতেই সম্প্রদায়ের মহিলারা জওয়ানদের লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়েন। জবাবে পুলিশ লাঠিচার্জ করে, পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং শূন্যে গুলি ছোঁড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ওই এলাকায় ফের কার্ফু জারি করেছে।

কুকি ও মেইতেইদের সংঘর্ষে মে মাস থেকেই উত্তাল মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নাগরিক নিরাপত্তা কার্যত শিকেয় উঠেছে। তবে দু’মাস আগে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আগুনে ঘি পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Injured, #Manipur burning, #Manipur violence, #Manipur

আরো দেখুন