দেশ বিভাগে ফিরে যান

লোকসভায় পাস দিল্লি পরিষেবা বিল, ওয়াকআউট করলেন INDIA-র সাংসদরা

August 3, 2023 | < 1 min read

লোকসভায় পাস দিল্লি পরিষেবা বিল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দিল্লি পরিষেবা বিল, যা আনুষ্ঠানিকভাবে দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী ) বিল, ২০২৩ নামে পরিচিত, বৃহস্পতিবার লোকসভায় পাস হয়ে গেল, যার ফলে বিরোধী সাংসদরা প্রতিবাদ হিসাবে ওয়াকআউট করলেন।

যদি রাজ্যসভায়ও এই বিল পাস হয়, দিল্লি পরিষেবা বিলটি বর্তমান অধ্যাদেশকে প্রতিস্থাপন করবে যা সুপ্রিম কোর্টের একটি আদেশকে অগ্রাহ্য করে দিল্লি সরকারকে বেশিরভাগ পরিষেবার উপর নিয়ন্ত্রণ দেয়। নতুবা অধ্যাদেশে বলা হয়, জাতীয় রাজধানী সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠন করা হবে। আমলাদের নিয়োগ এবং বদলির ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এর বিরোধিতা করে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টির সরকার। পাশে পেয়েছিল বিরোধী INDIA জোটকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Loksabha, #Oppositions, #walkout

আরো দেখুন