বিনোদন বিভাগে ফিরে যান

নিজের টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলেন গোবিন্দা, ব্যাপারটা কী?

August 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হরিয়ানার নুহতে বিশ্ব হিন্দু পরিষদের একটি ধর্মীয় মিছিল থেকে সাম্প্রদায়িক হিংসার সূত্রপাত, ক্রমে সেই ঘটনা ছড়িয়ে পড়ে গুরগাঁও শহরে। এই হানাহানিতে অনেকে প্রাণ হারিয়েছেন , বেশকিছু মানুষ আহত‌ও হয়েছেন।

এই ঘটনা নিয়ে গত বুধবার রাতে গোবিন্দার টুইটারে অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, “আমরা কত নীচে নেমে গিয়েছি? যারা নিজেদের হিন্দু বলে দাবি করে এইধরণের কাজ করেন তাঁদের ধিক্কার জানাই। শান্তি বজায় রাখুন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, স্বৈরতান্ত্রিক।” ঐ ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে গুরগাঁওয়ের বিভিন্ন দোকান ভাঙচুর করতে ব্যস্ত উন্মত্ত জনতা।

তারপরেই সেই টুইটকে কেন্দ্র করে বিপাকে গোবিন্দা। টুইটটি ছড়াতেই কটাক্ষের শিকার হন তিনি। এই মর্মে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, দীর্ঘদিন টুইটার ব্যবহার করেন না তিনি। তাঁর টিমও করে না। তাঁর টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে দাবি করেন অভিনেতা। তিনি আর‌ও জানান, ইতিমধ্যেই প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। ওরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #Govinda

আরো দেখুন