INDIA -র চেয়ারপার্সন ও আহ্বায়ক হিসেবে কোন নাম উঠলো দুই রাজনীতিবিদের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর INDIA জোটের তৃতীয় বৈঠক মুম্বইয়ে। সূত্রের খবর এই বৈঠকে ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটির চেয়ারপার্সন ও আহ্বায়ক ঘোষণা হবে। যে দুজনের নাম চেয়ারপার্সন ও আহ্বায়ক হিসেবে ঘোষণা হতে তারা হলেন যথাক্রমে সোনিয়া গান্ধী ও নীতীশ কুমার।
এই INDIA জোটকে যেরকম নজিরবিহীনভাবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ শানাচ্ছেন, মনে করা হচ্ছে, আগামী লোকসভা নির্বাচন ২০২৪-এ বেশ চাপে রয়েছে বিজেপি।
প্রায় সব দলই INDIA -র আহ্বায়ক হিসেবে নীতীশ কুমারের নামে সম্মতি দিয়েছে। আগেও ইউপিএ-র চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী তাই তাঁর নাম মনোনীত হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। সোনিয়া গান্ধী কিংবা তাঁরই মনোনীত কেউ হতে পারেন INDIA-র ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটির চেয়ারপার্সন। সোনিয়া গান্ধীকেই সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয়েছে। রাজনৈতিক মহলের নজর আগামী ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর মুম্বইয়ে।