দেশ বিভাগে ফিরে যান

HLL বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের, মাথায় হাত সাধারণ মানুষের

August 10, 2023 | < 1 min read

HLL বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি সংস্থা এইচএলএল লাইফকেয়ার লিমিটেডকে এবার বিক্রি করে দিতে চলেছে মোদী সরকার। মাথায় হাত সেই সব মানুষের যারা সরকারি ওষুধের উপর নির্ভর করে চিকিৎসা করিয়েছেন এতদিন।

টেন্ডার বিক্রির প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বরে। এই সংস্থা বিক্রির তীব্র বিরোধিতা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।

এইচএলএল ২০১৫ সালে ক্যান্সার এবং হৃদরোগের সমস্যাজনিত রোগের ওষুধ সস্তায় বিক্রি শুরু করেছিল। সম্প্রতি সংসদেও অর্থমন্ত্রকের পক্ষ থেকে এইচএলএল বিক্রির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলেও কর্মীদের ভবিষ্যত কি হবে তার কোনও রূপরেখা এখনও তৈরি করেনি কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Common man, #HLL, #medical drugs, #Medical, #Medicines

আরো দেখুন