পরদেশে কীভাবে স্বাধীনতা দিবস পালন করলেন সীমা, অঞ্জুরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরভূমিতে স্বাধীনতা দিবস পালন করলেন সীমা ও অঞ্জু। নিজের নিজের জন্মভূমি ছেড়ে তাঁরা পড়শী দেশে পাড়ি জমিয়েছিলেন প্রেম, ভালোবাসার টানে। প্রতিকূলতাকে জয় করে তাঁরা ঘরও বেঁধেছেন। এবার পরভূমিতেই স্বাধীনতা দিবস পালন করলেন দুই তনয়া। সীমা হায়দার ও অঞ্জু যথাক্রমে ভারত ও পাকিস্তানে স্বাধীনতা দিবস পালন করেছেন।
রবিবার সীমা হায়দার ও তাঁর ভারতীয় স্বামী সচিন মীনা, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন। তেরঙা শাড়ি ও মাথায় তেরঙা ওড়না পরে পতাকা তোলেন সীমা। সমাজ মাধ্যমে তাঁরা সেলফিও পোস্ট করেন। সমাজ মাধ্যমে সীমার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ‘জয় মাতাদি’, ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ স্লোগান দিচ্ছেন সীমা। সচিনকে বিয়ে করতে সীমা সিন্ধু প্রদেশ থেকে ভারতে পালিয়ে এসেছিলেন।
অন্যদিকে, সোমবার পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেছেন অঞ্জু। রাজস্থান থেকে সীমান্ত পেরিয়ে খাইবার পাখতুনখোয়ায় ঘর বেঁধেছেন অঞ্জু। সেখানে গিয়ে ফেসবুক বন্ধু নাসরুল্লাকে বিয়ে করেছেন তিনি। পাকিস্তানের জাতীয় পতাকার ছবিসহ কেক কাটার ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অঞ্জু।